অতিরিক্ত জিনিস বিক্রি করে সহজে আয় করার কিছু অভিনব আইডিয়া
টাকা! টাকা হাতে থাকলে কি না করা যায়! আপনি সবসময় চাইবেন আপনার হাতে পর্যাপ্ত টাকা থাক, যেন মন চাইলেই যে কোনো খাতে খরচ করতে পারেন। কিন্তু মনের চাওয়া আর বাস্তব অবস্থা সব সময় মেলে না। তাই স্বচ্ছল হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে আমাদের অর্থ সংকট দেখা দেয়।
তাছাড়া মাসের সব খরচ মেটানোর পর মনে হয় একটা নতুন শার্ট, অথবা নতুন কোনো প্রযুক্তি পণ্য কিনতে পারলে ভাল হতো। এমনকি মাস শেষে কিছু অতিরিক্ত টাকা হাতে থাকলে ছোটখাটো ভ্রমণে যওয়া যেত! এমন অসংখ্য ইচ্ছা আমাদের অপূর্ণ থেকে যায় অল্প কিছু টাকার অভাবে।
কিন্তু এই অল্প কিছু টাকা আয় করার জন্য কিছু অভিনব কৌশল আছে। আমি ইতিপূর্বে একাধিক নিবন্ধে চাকরি বা ব্যবসা ছাড়াই টাকা রোজগার করার অনেকগুলো উপায় নিয়ে আলোচনা করেছি। সেসব নিবন্ধ উল্লেখিত বিষয় ছাড়াও বাড়তি জিনিস বিক্রি করার মত আরো কিছু অভিনব এবং সহজ কৌশল আছে টাকা রোজগার করার। এই সব কৌশল ব্যবহার করে টাকা আয় করতে হলে এমনকি বাড়তি সময় ব্যয় করারও প্রয়োজন হয় না।
আজকের নিবন্ধ এমন কিছু অভিনব এবং সহজ টাকা আয় করার কৌশল নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই কৌশলগুলো ব্যবহার করে আপনি প্রয়োজনের সময় অতিরিক্ত কিছু টাকা আয় করতে পারবেন।
১. পুরনো এবং অতিরিক্ত মোবাইল ফোন বিক্রি করা
পছন্দের ব্র্যান্ডের নতুন মডেলের মোবাইল ফোন বাজারে এলেই আমরা অনেকেই নিজের সেলফোন পরিবর্তন করি। নতুন নতুন ফিচার এবং সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য দ্রুত নতুন ফোনের দিকে ঝুঁকে পড়ি। অথচ তখনও পূর্বে ব্যবহৃত ফোনটি সম্পূর্ণ ভালো থাকে।
আপনার বাড়িতে খোঁজ করলে আপনি সহ পরিবারের অন্যান্য সদস্যদের ব্যবহার করা এমন দু-একটি ব্যবহারযোগ্য পুরনো ফোন পেয়ে যাবেন। এই ফোনগুলো দীর্ঘদিন আপনার ড্রয়ারে পড়ে থাকলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এমনকি অপারেটিং সিস্টেম অকেজো হয়ে যেতে পারে। আপনি বা আপনার পরিবারের সদস্যরা যেহেতু এই পুরোনো ফোনগুলো আর ব্যবহার করবেন না।
সুতরাং সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হলো ফোনগুলো বিক্রি করে দেওয়া। কম দামে এই ফোনগুলো বিক্রি করে দিলে অন্য কেউ যেমন উপকৃত হবে, তেমনি ফোনগুলো নষ্টের হাত থেকে রক্ষা পাবে। আবার এর মধ্য দিয়ে আপনি কিছু বাড়তি টাকা আয় করতে পারবেন।
এছাড়া আমাদের সিংহভাগ মানুষের কাছে একই সময়ে একাধিক সচল মোবাইল ফোন থাকে। আমরা একই সাথে অনেকগুলো মোবাইল ফোন অপারেটরের সিম কার্ড ব্যবহারের জন্য একাধিক ফোন ব্যবহার করি। একাধিক সিম ব্যবহার করলে কোম্পানির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করা যায়।
কিন্তু ঠাণ্ডা মাথায় চিন্তা করে দেখুন, এই অতিরিক্ত সুযোগ-সুবিধা ভোগ করতে গিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের মূল্যবান সময় নষ্ট করছেন না তো? ভেবে দেখুন, আপনার জীবনে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা কতটুকু! একাধিক মোবাইল ফোন এবং সিমের সব সুযোগ সুবিধা আপনার জীবনে কতটা দরকারী?
জীবনকে আরও সহজ এবং স্বাচ্ছন্দময় করতে একাধিক মোবাইল ফোন এবং সিম ব্যবহার করা বন্ধ করুন। অপ্রয়োজনীয় সুযোগ-সুবিধা গ্রহণ করে সময় নষ্ট করার প্রবণতা ত্যাগ করুন। এবং অতিরিক্ত মোবাইল ফোনগুলো বিক্রি করে দিয়ে বাড়তি কিছু টাকা আয় করুন। এই আয় যেমন আপনার পকেট ভারি করবে, তেমনি জীবনে প্রশান্তি এনে দিবে।
২. অতিরিক্ত পোশাক বিক্রি
মহিলাদের জন্য এটি খুব ভালো বিকল্প হতে পারে। আপনি মনে করার চেষ্টা করুন তো, আপনার মোট কতগুলি পোশাক আছে? অথবা কোন পোশাক গুলি দুই থেকে তিনবার পড়ার পর আর কখনোই ব্যবহার করেননি। সেগুলো এখন আলমারির কোনায় পড়ে আছে।
আপনার পোশাক কেনার সামর্থ্য কেমন সেটা বড় কথা নয়। আপনি যেমন সামর্থের মানুষ হোন না কেন, আপনার আলমারিতে খোঁজ করলে এমন অনেক পোশাক পাবেন যা দীর্ঘদিন ধরে আলমারিতে পড়েই আছে। এই পোশাকগুলো নতুন করে আর কখনো ব্যবহার করার ইচ্ছাও নেই আপনার।
তাহলে কেন এই পোশাকগুলো আলমারিতে ফেলে রেখে নষ্ট করছেন? আপনি চাইলে ব্যবহৃত এই অতিরিক্ত পোশাক বিক্রি করে দিয়ে কিছু বাড়তি টাকা রোজগার করতে পারেন। অতিরিক্ত পোশাক গুলো বিক্রি করে দিলে যেমন আপনার আলমারিতে নতুন পোশাকের জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হবে, তেমনি আপনার পকেটেও বাড়তি কিছু টাকা জমা হবে। সুতরাং অব্যবহৃত বাড়তি পোশাক আজই বিক্রি করে দিন আর বাড়তি কিছু টাকা রোজগার করুন।
৩. অতিরিক্ত আসবাবপত্র বিক্রি
শুধু পোশাক নয়, আমাদের বাড়িতে এমন অনেক আসবাবপত্র আছে যা আমরা ব্যবহার করি সত্যি, কিন্তু এই আসবাবপত্রগুলো না থাকলেও আমাদের খুব একটা ক্ষতি হতো না। যেমন বাড়িতে ব্যবহৃত অতিরিক্ত আলমারি, যা না থাকলেও পরিবারের কোনো ক্ষতি হবে না। এছাড়া একই বাড়িতে একাধিক টিভি। দ্বিতীয় টিভিটা যদি আপনার বাড়িতে না থাকে তাহলে পারিবারিক বিনোদনে কোনো প্রকার ছেদ পড়বে না। বরং পরিবারের সবাই একসাথে বসে টিভি দেখার আনন্দ উপভোগ করতে পারবে।
আমরা আসলে বিভিন্ন সময় পছন্দের মূল্য দিতে গিয়ে নতুন নতুন জিনিস ক্রয় করি, এবং পুরনো জিনিস গুলোর পাশে রেখে ব্যবহার শুরু করি। কিন্তু একবারও ভেবে দেখি না নতুন এই আসবাবপএ প্রয়োজন থেকে কেনা হয়নি। শুধুমাত্র সখ বা পছন্দের কারণে কেনা হয়েছে। সুতরাং একই জাতীয় দুটি আসবাবের কোনো প্রয়োজন নেই। যেহেতু নতুন আসবাবপত্র পুরনোটির চেয়ে বেশি প্রিয়। সুতরাং নতুনটি রেখে পুরনোটি বিক্রি করে দিন। এতে বাড়িতে যেমন পর্যাপ্ত জায়গা বের হবে, তেমনি বাড়তি কিছু টাকা রোজগার হবে।
৪. পুরনো বই স্মার্ট উপায়ে বিক্রি
পুরনো বই বিক্রি করে আয় করা যায়, এটা নিশ্চয়ই সবাই জানেন। এমনকি আমার লেখা নিবন্ধ থেকেই পড়ে থাকতে পারেন। কিন্তু ঢালাওভাবে পুরনো বইগুলো বই বিক্রয় কেন্দ্রে না দিয়ে আরও একটু স্মার্ট উপায় বেশি মূল্যে আপনি বিক্রি করতে পারেন। উন্নত বিশ্বে ইন্টারনেটে অসংখ্য পুরনো বই বিক্রি প্রতিষ্ঠান আছে। যেখানে বইয়ের বারকোড স্ক্যান করে আপলোড করলে বই বিক্রির অফার আসে। একাধিক অফার থেকে বেছে নিয়ে সবচেয়ে বেশি মূল্য প্রদানকারীর কাছে বইটি বিক্রি করা যায়।
বাংলাদেশের যেহেতু এখনও এ জাতীয় কোনো কোম্পানি সৃষ্টি হয়নি। কাজেই এভাবে বই বিক্রি করা বাংলাদেশে সম্ভব না। তবে আপনি চাইলে আপনার জনপ্রিয় সামাজিক যোগাযোগ আইডি ব্যবহার করে এই কাজটি করতে পারে। খুব স্বাভাবিকভাবেই এই পন্থায় বই বিক্রি করলে আপনি বই বিক্রয় কেন্দ্রে বিক্রি করার চেয়ে বেশি মূল্য পাবেন বলে আশা করা যায়।
No comments