Header Ads

Header ADS

নিয়োগ পেলেন ৩৬তম বিসিএসের ২২০২ জন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা মঙ্গলবার এক আদেশে এদের নিয়োগ দেয়।
২০১৭ সালের ১৭ অক্টোবর ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য দুই হাজার ৩২৩ জনকে সুপারিশ করেছিল।
আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, এই সময়ে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচত হন তবে কোনো কারণ দর্শানো এবং পিএসসির সঙ্গে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

No comments

Theme images by latex. Powered by Blogger.