Header Ads

Header ADS

একজন নারীর কাছে একজন পুরুষ!

বলছি না মেয়েরা আরামে জীবন কাটায় তেল নুন চুলা সামলানোটাও কঠিন কাজ।তবে মেয়েলি স্বভাবটা মেয়েরা জন্ম থেকেই পায় কিন্তু পুরুষ হওয়ার গল্পটা একটু আলাদা।
~
একই রকম হাড় মাংস নিয়ে জন্মানো পুরুষটার হাত একদিনে শক্ত হয়ে যায় না। এই হাতে সংসার নামের একটা পাথর চাপানো হয়।সেই পাথরটা টানতে টানতে হাড় গুলো শক্ত হয়,রক্ত পানি হয়,ঘাম গুলি বাতাসে শুকায়।
~
অভিমানে খেলনা ছুড়ে ফেলা ছেলেটাকে শত সহস্র বার ছুড়ে ফেলে বাস্তবতা।পড়ে যায় হোঁচট খায় আবার উঠে দাঁড়ায়।বাবা নামের ক্লান্ত পুরুষটা একদিন নিঃশ্বাস ভারি করে বলে আর পারি না বাবা এবার তোর পালা।
~
মায়ের আঁচলে লুকিয়ে থাকা ছেলেটা বুকের ধুক ধুক লুকিয়ে মায়ের মুখে তাকায় বোনের চোখে তাকায়।এবার ছেলে পুরুষ হয়েছে তার যুদ্ধ শুরু।
~
তার আগে হেঁটে চলা কোটি পুরুষের ভীর ঠেলে নিজের জন্য একটা জায়গা খুঁজে নিতে হয়,খুঁটে খুঁটে দানা তুলে আহার জমাতে হয়।জীভ নেড়ে ভাতের লোকমাটা মুখে দেওয়ার আগে তাই পুরুষ দেখলে বড্ড মায়া হয়।
সেই জানে যে পুরুষ! কাঠি জ্বালিয়ে ভাত রাঁধাটা যতটা সহজ ততটাই কঠিন চাল গুলো জড়ো করা।
~
কোনো পুরুষ কে কাপুরুষ বলার আগে,ভাতের লোকমাটা মুখে দেওয়ার আগে,পাষণ্ড পুরুষটার বুকের খুব গভীরে একটাবার কান পেতে শুনুন...
~
শক্ত পাজরের নিচে কেমন করে ছট ফট করে ছোট্ট একটা হৃদয়।যদি পারেন সেই বুক টাকে ঢেকে দিন।না হাত দিয়ে নয়,মনের উপর একটা মন বিছিয়ে.....
Follow Fb : https://www.facebook.com/enggnadimhasan/
Easy Study
[তথ্যসূত্র: ইন্টানেট]

No comments

Theme images by latex. Powered by Blogger.