Header Ads

Header ADS

কক্সবাজারকে ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তোলা হবে

আগামী এক দশকে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এখনকার পেশাদার কর্মীদের পছন্দ করে নেওয়ার মতো অনেক কাজ রয়েছে। এরপরও ক্যারিয়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁদের আরও বেশি সক্রিয় থাকতে হবে এবং ২৪ ঘণ্টা সচেতন থাকতে হবে। আগামী এক দশকে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আরও তিন ধরনের ঝোঁক দেখা যাবে। নিজেকে এসব প্রবণতার সঙ্গে মানিয়ে নিতে পারলে ক্যারিয়ারে উন্নতি করা সহজ হবে।


সেই লক্ষ্যে সরকার পৌঁছে গেছে কক্সবাজারকে প্রযুক্তি দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে ।

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হিসেবে প্রতিষ্ঠিত করতে কক্সবাজারকে ডিজিটাল সার্ফিং সিটি হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কক্সবাজারে ১৭০ কোটি টাকায় ব্যায়ে নির্মিত হবে আইটি পার্ক। ইতিমধ্যেই এই পার্কের টেন্ডার শেষে এখন কাজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে।

দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পাঠ্যপুস্তকে আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে। কেননা লক্ষ্য যাই হোক আগামীমে সকল পেশার জন্য আইসিটি বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। হাতে কলমে প্রযুক্তির ব্যবহার শেখাতে দেশেজুড়ে ৮ হাজার স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। প্রতিটি জেলাতেই শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবিশন সেন্টার স্থাপন করা হবে।

তরুণ সমাজেই ডিজিটাল বাংলাদেশ গড়বে,
তরুণ সমাজ তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। শুধু ফেসবুকিং করলে হবে না। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করতে হবে।"

তথ্যসূত্র : ইন্টারনেট 

1 comment:

  1. If you're looking to lose pounds then you absolutely have to try this brand new custom keto meal plan.

    To produce this service, certified nutritionists, fitness trainers, and chefs have united to develop keto meal plans that are powerful, suitable, price-efficient, and enjoyable.

    From their launch in January 2019, 100's of individuals have already transformed their body and health with the benefits a good keto meal plan can offer.

    Speaking of benefits; in this link, you'll discover 8 scientifically-certified ones provided by the keto meal plan.

    ReplyDelete

Theme images by latex. Powered by Blogger.