চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার
বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে একটি বিষয় স্পর্ষ্ট , আর তা হলো আইটি সেক্টর এক সময় গার্মেন্টস সেক্টরকেও হার মানাবে। কেননা বর্তমানে বাংলাদেশ Freelancing জগতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ ।
যার ফলে আমরা প্রতি বছর এই খাত থেকে আয় করছি প্রায় "১০০ মিলিয়ন ডলার" এর ও উপরে। এবং বর্তমানে বাংলাদেশের প্রায় ৬,৫০,০০০ হাজার রেজিস্টার ফ্রীলান্সার সফলতার সাথে কাজ করে যাচ্ছে ।
ঘুরে আসুন : চল্লিশের আগে শুরু করুন, ত্রিশের আগে হলে আরও ভাল হয়!
যার ফলে আমরা প্রতি বছর এই খাত থেকে আয় করছি প্রায় "১০০ মিলিয়ন ডলার" এর ও উপরে। এবং বর্তমানে বাংলাদেশের প্রায় ৬,৫০,০০০ হাজার রেজিস্টার ফ্রীলান্সার সফলতার সাথে কাজ করে যাচ্ছে ।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘সেন্টার অব অক্সিলেন্স অন ফ্রন্টিয়ার টেকনোলজিস’ প্রতিষ্ঠা করা হবে।
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই), আইওটি, ব্লকচেইন, রোবটিক্সসহ অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির বিষয়ে গবেষণা ও জ্ঞান অর্জনের জন্য চতুর্থ শিল্পবিল্পবের সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষার্থীদেরকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই), আইওটি, ব্লকচেইন, রোবটিক্সসহ অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির বিষয়ে গবেষণা ও জ্ঞান অর্জনের জন্য চতুর্থ শিল্পবিল্পবের সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষার্থীদেরকে এখন থেকেই প্রস্তুত করতে হবে।
ফ্রীলান্সার সংখ্যা যদি বাড়ানো যায় এবং তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে এ সম্ভাবনাময় খাত থেকে আরো প্রচুর পরিমান এ বৈদেশিক মুদ্রা ঘরে বসে খুব সহজে আয় করা সম্ভব।
তাছাড়া দেশে আইটিতে যে বিপুল পরিমান কর্ম ক্ষেত্র তৈরি হচ্ছে তাও পূরণ করা সম্ভব । আর লোকাল মার্কেট গুলোর পাশা-পাশি, অনলাইন মার্কেটপ্লেস গুলোতেও রয়েছে বিপুল চাহিদা। দক্ষ হয়ে দেশের বিভিন্ন কর্পোরেট কোম্পানি, টিভি চ্যানেল, সংবাদপত্র, অ্যাড এজেন্সি, মার্কেটিং এজেন্সি, ব্যাংক, আইটি কোম্পানি ইত্যাদিতে চাকুরীর পাশাপাশি বিদেশী কোম্পানিগুলোতে রিমোট জব এবং ঘরে / বাইরে বসেই ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতেও কাজ করার সুযোগ থাকছে।
প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়োছ। আগামী ৫ বছরে আরো ১০ হাজার ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে।
ঘুরে আসুন : নিজেকে নিয়ন্ত্রন করতে পারলেই সফলতা
তাছাড়া দেশে আইটিতে যে বিপুল পরিমান কর্ম ক্ষেত্র তৈরি হচ্ছে তাও পূরণ করা সম্ভব । আর লোকাল মার্কেট গুলোর পাশা-পাশি, অনলাইন মার্কেটপ্লেস গুলোতেও রয়েছে বিপুল চাহিদা। দক্ষ হয়ে দেশের বিভিন্ন কর্পোরেট কোম্পানি, টিভি চ্যানেল, সংবাদপত্র, অ্যাড এজেন্সি, মার্কেটিং এজেন্সি, ব্যাংক, আইটি কোম্পানি ইত্যাদিতে চাকুরীর পাশাপাশি বিদেশী কোম্পানিগুলোতে রিমোট জব এবং ঘরে / বাইরে বসেই ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতেও কাজ করার সুযোগ থাকছে।
প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হয়োছ। আগামী ৫ বছরে আরো ১০ হাজার ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে।
দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার আইডিয়া প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির মাধ্যমে দেশের উদ্যোক্তাদের জন্য প্রাথমিক স্টেজে ১০ লাখ এবং গ্রোথ স্টেজে ১ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা দিচ্ছে।
নিয়মিত দক্ষতা বাড়ানো: এখন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রোবোটিকস ও বিগ ডেটার মতো প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। এখনকার পেশাদার কর্মীদের নিয়মিত তাই ক্যারিয়ার পরিবর্তনের জন্য সক্রিয়ভাবে চিন্তা করতে হবে। চাকরি খোঁজার চেয়ে নতুন দক্ষতা বাড়াতে পারলে চাকরিদাতারা কর্মীকে খুঁজে নেবে। নিজেকে নিয়মিত প্রশিক্ষণের মধ্যে দক্ষ করে তুলতে হবে। এ জন্য নিজের পেশাদার কাজের উন্নয়ন পরিকল্পনা করে এগোতে হবে। নিজের ক্যারিয়ারের বাইরে নিজের ভালো লাগে এমন কাজে যুক্ত হয়ে নতুন কিছু শিখতে হবে, যাতে তা দক্ষতা বাড়াতে কাজে লাগে।
অবসরের বয়সসীমা নাই : গড়ে ৭০ বছরের জীবনে মানুষ সবচেয়ে বেশি আয় করে ৪০ ও ৫০ বছর বয়সের দিকে। শুধু আয় করলেই হবে না, নিজের অর্জিত অর্থের ঠিকমতো ব্যবস্থাপনাও জানতে হবে। কারণ, বয়স বাড়লে আয় কমে যেতে শুরু করবে। ৬৭ শতাংশ বয়স্ক লোকজন কোনো কাজ করেন না বা খুব অল্প সময় কাজ করেন। নতুন ক্যারিয়ার হিসেবে বাড়তি সময় উপভোগ করুন।
নিজের অর্থ বা সম্পদ যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে বেকার থাকার দিনগুলোকে কাজে লাগাতে পারেন। এ জন্য যথাযথ দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকতে হবে। এতে ক্যারিয়ার দীর্ঘায়িত হবে। নিজেকে রোমাঞ্চকর কাজের সঙ্গে যুক্ত রাখলে বসে বসে অর্থ খরচ ঠেকানোর পাশাপাশি নিজেকে সক্রিয় রাখা যাবে।
প্রযুক্তি ও জ্ঞানের সমন্বয় ঘটিয়ে প্রতিটি সমস্যাকে প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনায় রূপান্তর করতে হবে শিক্ষার্থীদের।
-নাদিম
©ইজি স্টাডিঘুরে আসুন : ব্যর্থতা মাধ্যমেই সফলতা আসে
নিজের অর্থ বা সম্পদ যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে বেকার থাকার দিনগুলোকে কাজে লাগাতে পারেন। এ জন্য যথাযথ দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকতে হবে। এতে ক্যারিয়ার দীর্ঘায়িত হবে। নিজেকে রোমাঞ্চকর কাজের সঙ্গে যুক্ত রাখলে বসে বসে অর্থ খরচ ঠেকানোর পাশাপাশি নিজেকে সক্রিয় রাখা যাবে।
প্রযুক্তি ও জ্ঞানের সমন্বয় ঘটিয়ে প্রতিটি সমস্যাকে প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনায় রূপান্তর করতে হবে শিক্ষার্থীদের।
-নাদিম
This way my friend Wesley Virgin's adventure launches in this SHOCKING AND CONTROVERSIAL video.
ReplyDeleteYou see, Wesley was in the army-and shortly after leaving-he revealed hidden, "self mind control" tactics that the government and others used to obtain whatever they want.
THESE are the exact same tactics lots of famous people (notably those who "come out of nothing") and elite business people used to become rich and famous.
You've heard that you use only 10% of your brain.
That's because the majority of your BRAINPOWER is UNTAPPED.
Perhaps that thought has even occurred INSIDE your very own mind... as it did in my good friend Wesley Virgin's mind seven years back, while driving an unlicensed, beat-up bucket of a vehicle with a suspended license and $3.20 in his bank account.
"I'm absolutely frustrated with going through life check to check! Why can't I become successful?"
You took part in those types of thoughts, ain't it right?
Your very own success story is waiting to be written. You just need to take a leap of faith in YOURSELF.
CLICK HERE To Find Out How To Become A MILLIONAIRE