Header Ads

Header ADS

ফেসবুকে খুব দরকারি একটি টুল

ফেসবুকে খুব দরকারি একটি টুল


ফেসবুক থেকে তৃতীয় পক্ষ হিসেবে কোনো সাইট বা অ্যাপ যেসব তথ্য সংগ্রহ করে তা নিয়ে নানা সমালোচনা রয়েছে।

ঘুরে আসুন : ঘুষ ছাড়া চাকরি হয় না। লবিং ছাড়া চাকরি হয় না "- এসব বলতে বলতে কেউ কেউ যখন গলা শুকিয়ে ফেলছে, ঠিক তখন...


এ বিষয়ে ব্যবহারকারীর হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দিতে চাইছে ফেসবুক। এ লক্ষ্যেই ‘অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টুল নামে একটি ফিচার যুক্ত করেছে ফেসবুক। ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক থেকে যেসব সাইট বা অ্যাপ তথ্য শেয়ার করে, তা ব্যবস্থাপনা বা মুছে ফেলতে পারবেন।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বিশ্বের সব ফেসবুক ব্যবহারকারীর জন্যই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। ২০১৮ সালের দিকে ফেসবুক ডেভেলপার সম্মেলনে প্রথম এ টুলটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এত দিন নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষ এ ফিচারটি ব্যবহারের জন্য সুযোগ পাচ্ছিলেন।

‘অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টুল সম্পর্কে ফেসবুক জানিয়েছে, কোনো ওয়েবসাইট বা অ্যাপে আপনার কার্যক্রম সম্পর্কিত তথ্য ফেসবুকের সঙ্গে বিনিময় করে, যা থেকে ফেসবুক প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে পারে। নতুন টুলের মাধ্যমে ওই তথ্যের সারাংশ দেখার সুযোগ পাবেন ব্যবহারকারী। চাইলে ওই তথ্য পুরোপুরি মুছে ফেলতে পারবেন।

যেভাবে ব্যবহার করবেন অফ-ফেসবুক অ্যাকটিভিটি


ঘুরে আসুন : যে ৫টি কারণে মিস হতে পারে বিশ্ববিদ্যালয়ের চান্স



১. ফেসবুকে লগইন করে সেটিংস অপশনে যান।
২. সেটিংস থেকে ইওর ফেসবুক ইনফরমেশনে যান।
৩. সেখান থেকে অফ-ফেসবুক অ্যাকটিভিটি নির্বাচন করুন। সরাসরি যাওয়ার লিংক (https://www.facebook.com/off_facebook_activity/)
৪. এখানে আপনাকে ফেসবুকের ট্র্যাকিং সম্পর্কিত নানা ব্যাখ্যা দেখানো হবে। আপনার ব্যবহার করা কিছু ওয়েবসাইট ও অ্যাপ এখানে ব্যানারে তুলে ধরা হবে। ওই অ্যাপের আইকনে ক্লিক করে ওই উৎসের বিস্তারিত জানতে পারবেন।


ঘুরে আসুন : নিজের মনকে সুন্দর করতে টিপস


৫. ওই তালিকায় তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) কাছ থেকে ফেসবুকের পাওয়া গত ১৮০ দিনের কার্যক্রমের বিষয়গুলো প্রদর্শিত হবে। ‘ক্লিয়ার হিস্টোরি’ ক্লিক করে এসব তথ্য মুছে ফেলতে পারবেন।
৬. ট্র্যাকিং বন্ধ করতে মেন্যু থেকে ‘ম্যানেজ ইওর অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ অংশে গিয়ে ‘ফিউচার অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টগল করে দিলে ভবিষ্যতে ফেসবুক আর কার্যক্রম সংরক্ষণ করবে না। তবে এটি ফেসবুককে তৃতীয় পক্ষের তথ্য পাঠানো বন্ধ করবে না।

তথ্যসুত্র : প্রথম আলো 

No comments

Theme images by latex. Powered by Blogger.